নারায়ণগঞ্জে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জ, ২৯ জানুয়ারি – দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা পর নারায়ণগঞ্জের বন্দর উপজেলার জাহিন নিটওয়্যার্স লিমিটেড কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের সিনিয়র অফিসার মো. শাহজাহান শিকদার আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আগুনের খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, বিকেল সাড়ে চারটায় আগুন লাগার খবর পাই। বেলা পৌনে পাঁচটায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ঢাকা, নারায়ণগঞ্জ, সোনারগাঁ, বন্দরসহ আশপাশের ফায়ার সার্ভিসের ইউনিটগুলো এসে আগুন নেভানোর কাজ করে।
প্রতিষ্ঠানের সুইং বিভাগের শ্রমিক হাবিব জানান, বিকেল পৌনে ৪টার দিকে আগুনের খবর দেয় কারখানার ২ নং ইউনিটের নিরাপত্তাকর্মীরা৷ এ প্রতিষ্ঠানে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। কিন্তু শুক্রবার হওয়ায় বেশিরভাগ ইউনিট বন্ধ ছিল। প্রতিটি ইউনিটে কিছু শ্রমিক তৈরি পোশাক প্যাকেট করার কাজ করছিলেন৷ তবে কেউ ভেতরে আটকা পড়েছেন এমন খবর পাওয়া যায়নি৷
অগ্নিকাণ্ডের ঘটনায় প্রচুর ধোঁয়া তৈরি হয়৷ ধোঁয়ার কারণে পাশের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ ছিল৷
নিটওয়্যার্স লিমিটেড কারখানার নির্বাহী পরিচালক শফিউদ্দিন ভূঁইয়া জানান, আগুন লাগার পরপর নিরাপত্তারক্ষীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়৷ ফায়ার সার্ভিস আসতে আসতে আগুন ছড়িয়ে পড়ে৷ পরে পুলিশে খবর দিলে পুলিশ বিদ্যুৎ বিভাগকে ফোন দিয়ে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয়। কারখানাটি স্টিলের কাঠামোর৷ ভেতরে গেঞ্জি, পলো শার্ট, জ্যাকেট, ট্রাইজার এসব তৈরি করা হয়৷ প্রতি তলায় সেসব স্তুপাকারে ছিল৷ এগুলো পুড়ে যাওয়াতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৯ জানুয়ারি