ক্রিকেট

করোনা পজিটিভ ইসুরু উদানা

চট্টগ্রাম, ২৮ জানুয়ারি – বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে মিনিস্টার ঢাকার বিপক্ষে মাঠে নামে সিলেট সানরাইজার্স।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ঢাকার একাদশে নেই ইসুরু উদানা। কারণ লঙ্কান এই পেসার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এই ফাস্ট বোলারের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছে মিনিস্টার ঢাকার মিডিয়া ম্যানেজার।

ম্যাচ শুরুর আগে এক বিবৃতিতে মিনিস্টার ঢাকা জানায়, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) করা করোনা পরীক্ষায় মিনিস্টার ঢাকার বাঁহাতি পেসার ইসুরু উদানা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। বিপিএলের করোনা প্রটোকল অনুযায়ী উদানাকে আইসোলেশনে রাখা হয়েছে। তার দেখভাল করবে টুর্নামেন্ট মেডিকেল টিম। নির্দিষ্ট সময়ে করা হবে করোনা পরীক্ষা।

শুক্রবার উদানা ছাড়াও আরও দুই পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে ঢাকা। উদানার মতো একাদশে নেই জহুরুল ইসলাম ও হাসান মুরাদ। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন ইমরান উজ জামান, কাইস আহমেদ ও এবাদত হোসেন চৌধুরী।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৮ জানুয়ারি

Back to top button