সংগীত

এবার আকাশেও ভাইরাল ‘কাঁচা বাদাম’!

নেটমাধ্যম কাঁপিয়ে এখন আকাশেও ভাইরাল বীরভূমের ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম…’ গান।

এবার সেই গানে নাচলেন স্পাইসজেটের এক বিমানসেবিকা। উমা মীনাক্ষি নামে ওই বিমানসেবিকা ফাঁকা বিমানে ‘কাঁচা বাদাম’ গানের তালে নেচে নেটমাধ্যমে ভাইরাল হয়েছেন। বৃহস্পতিবার নিজেই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন উমা।

কাঁচা বাদাম-এর উন্মাদনা যে কতটা এবং সাধারণ মানুষের মধ্যে এর যে কতটা প্রভাব উমার নাচ তারই একটা উদাহরণ। তার কাঁচা বাদাম গানের জন্য সুপরিচিত হয়ে উঠেছেন বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর। বাদাম বিক্রি করার সময় তিনি এই গানটি গেয়ে থাকেন। কিন্তু সেটা নেটামাধ্যমে ভাইরাল হয়। রাতারাতি তারকা হয়ে যান ভুবন।

নানা জায়গা থেকে তার ডাক পড়ে। এমনকি কলকাতা পুরসভা ভোটেও তাকে প্রচারের কাজে লাগিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল।

এন এইচ, ২৮ জানুয়ারি

Back to top button