দক্ষিণ এশিয়া

ভারতে করোনায় শিশুদের গুরুতর অসুস্থতা বাড়ছে

নয়াদিল্লী, ২৮ জানুয়ারি – ভারতে ওমিক্রনের জেরে চলছে করোনার তৃতীয় ঢেউ। সেখানে গত কয়েকদিন ধরেই আড়াই লাখের উপরে রয়েছে করোনা সংক্রমণ। করোনায় মৃত্যুও ৫০০ এর আশাপাশে ঘুরাফেরা করছে।

করোনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যও। সবচেয়ে বড় আশঙ্কার বিষয়, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হচ্ছে শিশুরা এবং তাদের একটা অংশকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে।

শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, কলকাতার বেশ কয়েকটি হাসপাতালে গত দুই সপ্তাহ ধরে কোভিডে আক্রান্ত শিশুদের ভর্তির উর্ধ্বগতি দেখা গেছে।

করোনার আগের দুই ঢেউয়ের চেয়ে চলতি ঢেউয়ে শিশুরা বেশি গুরুতর অসুস্থ হচ্ছে।

ভারতের গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, শিশুরা জটিল ব্রেন নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে এবং তাদেরকে আইসিইউতে (নীবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসা দিতে হচ্ছে। এক্ষেত্রে সেরে উঠতে তাদের অনেক বেশি সময় লাগছে।

ভারতে করোনার প্রথম দুই ঢেউয়ের সময়ে শিশুদের মধ্যে মৃদু লক্ষণ দেখা গেছে। কিন্তু চিকিৎসকরা বলছেন, এ নিয়ে নিশ্চিন্ত থাকার আর সুযোগ নেই।

তারা শিশুদের যাতে করোনা না হয়, সেভাবে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিচ্ছেন। তারা বলছেন, এটা ভাবার কোনো কারণ নেই যে, শিশুদের ক্ষেত্রে সংক্রমণ ক্ষতির কারণ হবে না।

কলকাতার ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে (আইসিএইচ) গত দুই সপ্তাহে কোভিডে আক্রান্ত হয়ে অন্তত আট শিশু ভর্তি হয়েছে। এদের অধিকাংশেরই বয়স ৮ থেকে ১৪ বছরের মধ্যে।

তাদেরকে শিশু বিভাগের আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে এক শিশুর মৃত্যুও হয়েছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৮ জানুয়ারি

Back to top button