ঢাকা, ২৮ জানুয়ারি – বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচনে শুক্রবার সকাল সোয়া ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হওয়ার কথা খাকলেও তা শেষ হয় সন্ধ্যা সোয়া ৬টায়।
অভিযোগ পাওয়া যায় প্রথম ঘন্টায় ৭ ভোটার বুথের ভিতরে ঢুকে ভোট দিতে এক ঘন্টা ওপরে সময় নেন। যে কারণে নির্বাচন শেষ হতে এক ঘন্টা বিলম্ব হয়।
দুই বছর (২০২২-২৪ ইং) মেয়াদের এই নির্বাচনে এবার অংশ নিয়েছে দুটি প্যানেল। একটি হচ্ছে মিশা-জায়েদ আর অন্যটি হচ্ছে কাঞ্চন-নিপুণ। শিল্পী সমিতির এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৪২৮। ভোট দিয়েছেন ৩৬৫ জন।
এম ইউ/২৮ জানুয়ারি ২০২২