রাজশাহী

রাজশাহীতে করোনা শনাক্তের হার ৭৫ শতাংশ

রাজশাহী, ২৮ জানুয়ারি – গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ৭৪ দশমিক ৮৪ শতাংশ। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিচালকের পাঠানো রিপোর্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রামেক হাসপাতালের ল্যাবে বৃহস্পতিবার রাজশাহীর ৯৪টি নমুনা পরীক্ষায় ৫৮ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। রাজশাহী মেডিকেল কলেজের অপর ল্যাবে রাজশাহীর ৩৬৭টি নমুনা পরীক্ষায় ২৮৭ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এছাড়া শনাক্ত হার নাটোরে ৪৬.০৩ শতাংশ এবং জয়পুরহাটে ২০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের একজন পজেটিভ ছিলেন। বর্তমানে করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ৪৯ জন রোগী। এর মধ্যে করোনা পজেটিভ রোগীর সংখ্যা ২৮ জন।

রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, করোনায় যারা আক্রান্ত হচ্ছেন তাদের অধিকাংশই ওমিক্রনে সংক্রমিত। সামান্য চিকিৎসাতেই তারা সুস্থ্য হয়ে উঠছেন। হাসপাতালে আসা রোগীর সংখ্যা খুবই কম। ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তদেরই জটিলতা হচ্ছে। তাদের হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হচ্ছে।

সূত্র : সমকাল
এম এস, ২৮ জানুয়ারি

Back to top button