জাতীয়

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললেন ড. এ কে আব্দুল মোমেন

আহমাদুল কবির

ঢাকা, ২৮ জানুয়ারি – মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আব্দুল্লাহকে ফোন করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফোনালাপে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার সাইফুদ্দিন আব্দুল্লাহকে ফোন করেন ড. মোমেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে মালয়েশিয়ায় শ্রমবাজার চালু হওয়ায় দেশটির সরকারকে অভিবাদন জানান এ কে আব্দুল মোমেন।

মালয়েশিয়ায় শ্রমবাজার চালু হচ্ছে দীর্ঘদিন পর। দেশটির এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে এবং সক্রিয়তায় জনবল দিয়ে পাশে থাকার উদ্যোগে প্রবাসী শ্রমিকদের অভিবাসনের প্রক্রিয়াটি হবে স্বাভাবিক ও নিরাপদ।

এছাড়া তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষণপ্রাপ্ত জনবলেরও মালয়েশিয়ায় নিরাপদ অভিবাসনের ব্যাপারে অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আব্দুল্লাহও ডিজিটাল অর্থনীতিসহ দুই দেশের মধ্যকার সহযোগিতার ক্ষেত্রগুলো প্রসারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার জন্যও মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।
দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়ার সহযোগিতা অব্যাহত রাখার জন্যও অনুরোধ জানান এ কে আব্দুল মোমেন।

এছাড়া বাংলাদেশকে পাঁচ লাখ করোনা টিকা উপহার দেওয়ার জন্যও মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী আগামীতে দুই দেশের উচ্চ পর্যায়ের সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার, গতিশীল ও নতুন মাত্রা দান করার ব্যাপারে সম্মতি জানান।

সূত্র : যুগান্তর
এন এইচ, ২৮ জানুয়ারি

Back to top button