ফুটবল

শুক্রবার মাঠে নামছে ব্রাজিল

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামীকাল শুক্রবার সকালে মাঠে নামবে ব্রাজিল। প্রতিপক্ষ ইকুয়েডর। এই ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে সেলেসাওলেদের।

গেল নভেম্বরে গোড়ালির চোট পান নেইমার। সেই চোট থেকে এখনো সেরে ওঠেননি তিনি। ফলে আগামীকাল সকালে ইকুয়েডর ম্যাচ তো বটেই, ১ ফেব্রুয়ারি প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচেও তাকে পাবে না ব্রাজিল।

তবে কোচ তিতে নেইমারের অনুপস্থিতিতে ভরসা রাখছেন কৌতিনিওর ওপর। বার্সেলোনা থেকে ধারে অ্যাস্টন ভিলায় পাড়ি জমানো এই মিডফিল্ডারই নেইমারের অভাব পূরণ করতে পারবেন বলে বিশ্বাস তিতের।

তিনি বলেন, দর্শকরা সব সময়ই নেইমারকে চায়। তবে বিভিন্ন সময়ে আপনার চাহিদামতো বিষয়গুলো ঘটে না। আমরা দুঃখিত যে নেইমার এখানে নেই। তবে আমাদের হাতে অন্য বিকল্পও আছে। আমি কৌতিনিওর কথা বলছি। সে এমন একজন খেলোয়াড়, যে এই ভূমিকায় খেলতে পারে। তার প্রতিভার ওপর আমার বিশ্বাস আছে।

উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকার মধ্যে সবার আগে খেলার টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ২৭ জানুয়ারি

Back to top button