কোভিড পজিটিভ শহীদ আফ্রিদি
ইসলামাবাদ, ২৭ জানুয়ারি – পাকিস্তানের সাবেক অধিনায়ক ও স্পিন অলরাউন্ডার শহীদ আফ্রিদি কোভিড পজিটিভ হয়েছেন। তাকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোভিড প্রটোকল অনুযায়ী কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
কোভিড পজিটিভ হওয়ায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শুরু থেকে তাকে পাওয়া যাবে না। কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে তার খেলার কথা ছিল। তার কোভিড পজিটিভের খবর আজই নিশ্চিত করেছে কোয়েটা। সাতদিন পর কোভিড নেগেটিভ হলে পুনরায় স্কোয়াডে যোগ দিতে পারবেন আফ্রিদি।
কোয়েটার ধারণা পিএসএলের লাহোর পর্বে তাকে পাওয়া যাবে। দলের সঙ্গে যোগ দেওয়ার আগে আফ্রিদি ব্যক্তিগত উদ্যোগে বায়ো বাবলে ছিলেন এবং নিজের ট্রেনিং করছিলেন। সতর্ক থাকার পরও কোভিডে আক্রান্ত হলেন তিনি।
এদিকে বুধবার সকালে তার পিঠে হাল্কা ব্যথা অনুভব হয়। টানা অনুশীলন ও ফিটনেস নিয়ে কাজ করায় এমনটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাতদিনের কোয়ারেন্টাইন পাওয়ায় বিশ্রামে থাকার সুযোগ মিলল বুমবুম খ্যাত আফ্রিদির।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগেই অবসর নিয়েছেন আফ্রিদি। ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে যাচ্ছেন। এবারের পিএসএল দিয়ে একেবারেই ব্যাট-প্যাড উঠিয়ে রাখতে পারেন ৪২ ছোঁয়ার অপেক্ষায় থাকা এ ক্রিকেটার।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৭ জানুয়ারি