দক্ষিণ এশিয়া

এবার বিক্ষোভে রাস্তায় নেমেছে তালেবানপন্থী নারীরা

কাবুল, ২৭ জানুয়ারি – আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তায় নেমে বুধবার তালেবানপন্থী কয়েকশ নারী বিক্ষোভ করেছে। আফগানিস্তানের স্থানীয় সংবাদ সংস্থা খামা প্রেস এজেন্সি বুধবার এ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা ব্যাংকগুলোতে আটকে থাকা অর্থ ছেড়ে দেওয়ার দাবিতে কাবুলের মার্কিন দূতাবাসের সামনে তারা বিক্ষোভ করে।

বিক্ষোভকারী নারীরা যুক্তরাষ্ট্রের প্রতি আটকে থাকা আফগান কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানান।

আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তারা।

এদিকে, নারীদের হিজাব ও বোরকা পরার ব্যাপারে নির্দেশনা দিয়ে তালেবানের পোস্টার সাঁটানোর প্রতিবাদে বুধবারই কাবুলের উপকণ্ঠে বিক্ষোভ করেছেন কয়েকশ নারী।

তাদের পরনে হিজাব, বোরকা থেকে শুরু করে আফগান ঘরনার পশ্চিমা ধাঁচের পোশাকও দেখে গেছে বলে আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে।

এর আগে আফগানিস্তানের আটকে থাকা প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ ছেড়ে দেওয়ার জন্য রাজধানী কাবুলসহ বিভিন্ন প্রদেশগুলোতে বিক্ষোভ করেছিলেন তালেবানপন্থী কয়েকশ নারী-পুরুষ।

এদিকে এখনো তালেবানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। অবশ্য এই নিষেধাজ্ঞা কেবল তালেবানের ওপর, আফগানিস্তানের সাধারণ জনগণের ওপর নয় বলে বারবার দাবি করে আসছে তারা।

সূত্র: যুগান্তর
এম ইউ/২৭ জানুয়ারি ২০২২

Back to top button