মধ্যপ্রাচ্য

তুর্কি-ইসরায়েলি সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে: এরদোয়ান

আঙ্কারা, ২৭ জানুয়ারি – ফেব্রুয়ারিতে ইস্তাম্বুল সফর করবেন ইসরাইলের প্রেসিডেন্ট ইসাক হার্জগ। সফরটিকে তুরস্কের সঙ্গে ইহুদি এ রাষ্ট্রের সম্পর্ক পুন:স্থাপনের সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

বুধবার তুর্কি চ্যানেল এনটিভিকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান।

এরদোগান বলেন, ‘এই সফরের মধ্যদিয়ে তুরস্ক ও ইসরাইলের মধ্যে সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।’

এরদোগান আরো বলেন, সার্বিক ক্ষেত্রে ইসরাইলের দিকনির্দেশনা অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ গ্রহণে প্রস্তুত রয়েছে তুরস্ক।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৭ জানুয়ারি ২০২২

Back to top button