টিপু আলম মিলনের সামাজিক নাটক অবুঝ মা
ঢাকা, ২৭ জানুয়ারি – বৈশাখী টেলিভিশনের সামাজিক গল্পের নতুন নাটক ‘অবুঝ মা’ প্রচার হবে ২৮ জানুয়ারি রাত ১০ টায়। টিপু আলম মিলনের গল্পে নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন।
এতে অভিনয় করেছেন মিলি বাশার, আকাশ রঞ্জন, ইলমা, মুক্তা নওমী, তন্ময় সোহেল প্রমুখ। সন্তানের প্রতি মায়ের ভালোবাসাই নাটকের মূল উপজীব্য।
নাটকের কাহিনী প্রসঙ্গে টিপু আলম মিলন বলেন, ‘মায়ের কাছে সব সন্তানই সমান। দুই ছেলে এক মেয়ে নিয়ে সুফিয়া বেগমের সংসার।
স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করেছেন। বড় ছেলে পড়াশোনা সম্পন্ন করে চাকরি করে, মেঝ ছেলে ব্যবসা আর একমাত্র মেয়ের বিয়ে হয়েছে।
মেঝ ছেলে ব্যবসায় উপরে উঠে অগাধ টাকা পয়সার মালিক হয়ে যায়। মাকে তার কোম্পানীর চেয়ারম্যান করে অফিসের চেয়ারে বসায়। ছেলের এই ভালোবাসায় মায়ের চোখে পানি আসে।
ছেলের এত টাকার মালিক হওয়া নিয়ে সন্দেহ হলেও বিষয়টি মোটেই পাত্তা দেয় না ছেলে। মায়ের সরলতার সুযোগে একের পর এক কাগজে স্বাক্ষর করিয়ে নেয় মাকে দিয়ে।
একদিন দুদক হানা দেয় অফিসে। ছেলের সব অবৈধ সম্পদ মায়ের অ্যাকাউন্টে। ছেলেকে অতিরিক্ত বিশ্বাস করে বিপদে পড়ে যায় অবুঝ মা। এক করুণ পরিণতির দিকে এগিয়ে যায় নাটকের গল্প। নাটকটি দর্শকদের ভালো লাগবে এবং মা ছেলে কিছুটা হলেও সতর্ক হবে বলে আমার বিশ্বাস।
এন এইচ, ২৭ জানুয়ারি