করোনায় আক্রান্ত দক্ষিণী তারকা চিরঞ্জীবী
হায়দ্রাবাদ, ২৭ জানুয়ারি – করোনায় আক্রান্ত ভারতের দক্ষিণী ছবির প্রথম সারির তারকা চিরঞ্জীবী।
বুধবার দেশটির প্রজাতন্ত্র দিবসের সকালে টুইট করে এ কথা নিজে জানিয়েছেন এ অভিনেতা।খবর আনন্দবাজার পত্রিকার।
বুধবার টুইটে এ অভিনেতা লেখেন, ‘আমার শরীরে করোনার মৃদু উপসর্গ। অস্বস্তি শুরু হতেই পরীক্ষা করিয়েছিলাম। ফলাফল ইতিবাচক এসেছে।’
আপাতত চিরঞ্জীবী নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন। একইসঙ্গে তার অনুরোধ, গত কয়েক দিন ধরে যারা তার সংস্পর্শে এসেছেন তারাও যেন কোভিড পরীক্ষা করিয়ে নেন।
চিরঞ্জীবীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেন তার অনুরাগীরা। ভক্তরা অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে পাল্টা টুইট করেছেন।
প্রযোজক শ্রীনিবাস কুমার লিখেছেন, আপনি এখনও দক্ষিণী বিনোদন দুনিয়ার একছত্র অধিপতি। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।
ছবির বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা তাকে শুভেচ্ছা জানিয়ে দ্রুত আরোগ্য কামনা করেছেন।
চিরঞ্জীবী বর্তমানে পরিচালক কোরাতলা শিবার ‘আচার্য’র মুক্তির জন্য অধীর অপেক্ষায় রয়েছেন। এই ছবিতে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন।
এন এইচ, ২৭ জানুয়ারি