চোটে বিপিএল থেকে ছিটকে গেলেন আল আমিন
ঢাকা, ২৭ জানুয়ারি – চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আর মাঠে নামা হচ্ছে না সিলেট সানরাইজার্সের পেসার আল আমিন হোসেনের।
কিছুদিন আগে শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সময় অনুশীলনে পায়ে চোট পেয়েছিলেন জাতীয় দলের এই অভিজ্ঞ বোলার। সেই চোটেই এবার বিপিএল থেকেও ছিটকে যেতে হলো আল-আমিনকে।
এদিকে আল-আমিনের জায়গায় সিলেট সানরাইজার্স আরেক পেসার আলাউদ্দিন বাবুকে দলে নেয়ার অনুমতি পেয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছ থেকে।
আল-আমিনের পায়ের ইঞ্জুরি নিয়ে সিলেট সানরাইজার্সের চিকিৎসকেরা জানান, তার পায়ের আঙুলে গ্রেড টু চোট লেগেছে। যার জন্য তাকে ৪ সপ্তাহের বিশ্রাম দেয়া হয়েছে। তাই চলমান বিপিএলের আসরে আর খেলা হবে না বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ এই পেসারের।
এদিকে আল-আমিনের দল সিলেট সানরাইজার্স ঢাকা থেকে বিপিএলের প্রথম পর্বে দুই ম্যাচ খেলে একটি জয় আর একটি হার নিয়ে পয়েন্ট টেবিলের ৫ নাম্বারে থেকে চট্টগ্রাম গেছে দ্বিতীয় পর্বে খেলতে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৭ জানুয়ারি