রাজশাহী

রাজশাহীতে করোনা শনাক্তের হার ৫৮.৬০ শতাংশ

রাজশাহী, ২৬ জানুয়ারি – রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে একজন মারা গেছেন। এ সময় করোনায় কেউ মারা যায়নি। এ সময় করোনা শনাক্তের হার ৫৮.৬০ শতাংশ।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) এবং রামেক হাসপাতাল আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই করোনা শনাক্ত হয়।

জানা গেছে, গত মঙ্গলবার রামেক হাসপাতাল ল্যাবে ১৭৯ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এতে করোনা ধরা পড়েছে ১১৭ জনের। একই দিনে রামেক ল্যাবে ৪৬২ জনের নমুনা পরীক্ষায় ২৪০ জনের করোনা ধরা পড়েছে। এরমধ্যে রাজশাহীর ৪০৮ জনের নমুনা পরীক্ষায় ২২৭ জনের করোনা ধরা পড়েছে। করোনা শনাক্তের হার ৫৮ দশমিক ৬০ শতাংশ।

শামীম ইয়াজদানী জানান, রামেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ নিয়ে তিনি হাসপাতালের ২৯/৩০ ওয়ার্ডে ভর্তি ছিলেন।

সূত্র : আরটিভি
এন এইচ, ২৬ জানুয়ারি

Back to top button