সংগীত

দীর্ঘদিন পর ফিরলেন ‘সুন্দরী কমলা’ খ্যাত গায়িকা

ঢাকা, ২৬ জানুয়ারি – বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এর মাধ্যমে দীর্ঘদিন পর টিভি লাইভে আসছেন এক সময়ের সাড়া জাগানো ‘সুন্দরী কমলা’ খ্যাত গায়িকা মিলা ইসলাম।

এ প্রসঙ্গে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, আমাদের দেশের সংগীতজগতের জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলা। বিশেষ করে রক ঘরানার গানে অন্য একমাত্রা যোগ করেছেন মিলা। সেই ভাবনা থেকে তাকে বাংলাভিশনে গান পরিবেশনের জন্য আমন্ত্রণ জানিয়েছি। দীর্ঘদিন পর দর্শক তার গান টেলিভিশনে সরাসরি শুনতে পারবেন। আশা করি, দর্শকের ভালো লাগবে।

দীর্ঘদিন পর টেলিভিশন লাইভে গান গাওয়া প্রসঙ্গে কণ্ঠশিল্পী মিলা বলেন, অনেক দিন সরাসরি গান পরিবেশন থেকে বিরত ছিলাম। এখন থেকে নিয়মিত দর্শক আমার গান শুনতে পারবেন।

সরাসরি সম্প্রচারিত এ অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথির সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ
করতে পারবেন। গানের পাশাপাশি তিনি কথা বলবেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। ‘মিউজিক ক্লাব’-
এর এ পর্বটি বাংলাভিশনে প্রচার হবে ২৬ জানুয়ারি রাত ১১টা ২৫ মিনিটে।

প্রসঙ্গত, ব্যক্তি জীবনের নানা ঘটনা এবং চড়াই উতরাইয়ে কারণে গানে অমনোযোগী হয়ে পড়েন এই সংগীত শিল্পী।

সূত্র : যুগান্তর
এন এইচ, ২৬ জানুয়ারি

Back to top button