বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস নেতা আরপিএন সিং
লক্ষ্ণৌ, ২৬ জানুয়ারি – ভারতের উত্তরপ্রদেশের কংগ্রেসের প্রখ্যাত নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আরপিএন সিং বিজেপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার দুপুরে নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন। খবর এনডিটিভির।
এর আগে তিনি কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর কাছে পদত্যাগপত্র পাঠান।
এদিকে গেরুয়া শিবিরে ভিড়ে যাওয়ার আগে আরপিএন সিং টুইটবার্তায় লেখেন, নতুন অধ্যায় শুরু হচ্ছে। দেশ গঠনের ক্ষেত্রে নরেন্দ্র মোদী ও অমিত শাহের পরামর্শে তিনি কাজ করবেন। এরপরই আরপিএন সিংকে জোরালো আক্রমণ করেন কংগ্রেস নেতৃত্ব।
কংগ্রেস থেকে পদত্যাগ করার ব্যাপারে তিনি জানান, ৩২ বছর ধরে তিনি যে কংগ্রেসে ছিলেন, তা এখন আর এক নেই। যিনি ঝাড়খণ্ডে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন।
কংগ্রেসের সাবেক মন্ত্রী আরপিএন সিং বলেন, ‘আমি যে দলে শুরু করেছিলাম, সেই দল আর নেই। মতাদর্শও এক নেই। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে স্বপ্নপূরণের জন্য সাধারণ কর্মী হিসেবে বিজেপিতে কাজ করে যাব। পুরনো সভ্যতাকে একবিংশ শতাব্দীর সঙ্গে মিশিয়ে দিয়ে প্রধানমন্ত্রী যে কাজ করেছেন, তার প্রশংসা করছে পুরো দেশ।’
সূত্র : যুগান্তর
এন এইচ, ২৬ জানুয়ারি