শিক্ষা

৪৪তম বিসিএসের আবেদনের সময় বাড়ছে

ঢাকা, ২৬ জানুয়ারি – করোনাভাইরাস সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় ইতিমধ্যেই ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা স্বগিত করার ফলে অনেক শিক্ষার্থীই ৪৪ তম বিসিএসে আবেদন করতে পারবে না। এ অবস্থায় ৪৪ তম বিসিএসে আবেদনের সময়সীমা বাড়ানোর বিষয়ে চিন্তাভাবনা করছে বাংলাদেশ সরকারী কর্মকমিশন।

গত বছরের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসের আবেদনের সময়সীমা শেষ হবে আগামী ৩১ জানুয়ারী।

মঙ্গলবার এ তথ্য জানান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

তিনি বলেন, ৪৪তম বিসিএসে আবেদনের সময়সীমা বৃদ্ধির জন্য আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি চিঠি ইউজিসি থেকে পেয়েছি। সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৪৪ তম বিসিএসে আবেদনের সময়সীমা এক মাস বৃদ্ধির কথা বলা হয়েছে।

তিনি বলেন, নিশ্চয়ই আমরা পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নেব। যা খুব শিগগিরই জানানো হবে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৬ জানুয়ারি

Back to top button