হিল নয় তরুণীদের পছন্দ ফ্ল্যাট জুতা
জুতা মানেই যে হাইহিল হতে হবে, এমনটা একেবারেই নয়। মেয়েদের সৌন্দর্য ফুটিয়ে তুলতে ফ্ল্যাট জুতাও কম যায় না। সুন্দর দেখাতে ফ্ল্যাট জুতা এখন ফ্যাশনে। হাইট কম হোক বা বেশি, ফ্ল্যাট জুতা পরলে ভালো মানিয়ে যায়। তবে তা সঙ্গে পরতে হবে মানানসই পোশাক। বিশেষ দিন হোক বা জাস্ট আউটিং পায়ে থাকুক ফ্ল্যাট-
ভিন্টেজ সাজে : ফিরে যেতে পারেন পুরনো ভিন্টেজ পোশাকের যুগে। টি ড্রেস বা কুলোটে স্কার্টের সঙ্গে ভালো মানায় ফ্ল্যাট জুতা।
ট্র্যাডিশনাল সাজে : শাড়ি বা সালোয়ার কামিজ়ের ট্র্যাডিশনাল সাজের সঙ্গেও পরতে পারেন ফ্ল্যাটস্। তা বেশ ভালো মানাবে। সেইসঙ্গে শাড়ি পায়ে জড়িয়ে পড়ে যাওয়ার ভয়ও থাকবে না।
ইনস্ট্যান্ট বিউটি : সন্ধেবেলায় বন্ধুদের সঙ্গে পার্টি। পোশাক যদি বেশ ছোটোখাটো হয়, তবে বেছে নিতে পারেন ফ্ল্যাটস। গ্ল্যাডিয়েটর স্যান্ডেল খুব ভালো মানাতে পারে।
স্মার্ট চেহারা : জিন্স, শার্ট বা ট্রাউজ়ার শার্টের সঙ্গে পরতে পারেন ফ্ল্যাটস্। তা দেবে স্মার্টস্ লুকস। আবার পালাজোর সঙ্গেও ফ্ল্যাটস পরলে বেশ ভালো দেখাবে।
সাদা ক্যানভাস : সাদা ক্যানভাস কনভার্স জুতা প্রায় সব পোশাকের সঙ্গেই পরতে পারেন। আপনি চাইলে নিজেই কারুকার্য করতে পারেন জুতার উপর। তাতে জুতার সঙ্গে আপনার স্টাইলেরও প্রশংসা পাবেন।
ফ্লিপ-ফ্লপ ও চপ্পল : স্লিপার্স বা ফ্লিপ-ফ্লপ এখন খুবই ফ্যাশনেবল। আবার খুব আরামদায়কও। যখন তখন ইচ্ছেমতো পরে নিন ফ্লিপ-ফ্লপ।
ব্যালেট পাম্পস : জিন্স টপ বা কুর্তি লেগিংস, সঙ্গে পরে নিতে পারেন ব্যালেট পাম্পস। একরঙা থেকে প্রিন্টেড, আপনার যেটা পছন্দ, বেছে নিতে পারেন।
এম ইউ