জাতীয়

আরও ৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ঢাকা, ২৪ জানুয়ারি – এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় দুজন এবং অপরজন ঢাকার বাইরে।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ১০ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি হাসপাতালে ৮ জন ও অন্যান্য বিভাগের সরকারী বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২ জন রোগী ভর্তি হন।

সোমবার (২৪ জনুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ডিপিএম) ই-এম আই এস ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি রয়েছে ১২১ জন। এরইমধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১১১ জন।

গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। গেল বছর ডেঙ্গু জ্বরে মারা যান ১০৫ জন।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/২৪ জানুয়ারি ২০২২

Back to top button