দক্ষিণ এশিয়া

পাকিস্তানে দুই ডোজ টিকা নিলে তবেই যাওয়া যাবে মসজিদে

ইসলামাবাদ, ২৪ জানুয়ারি – পাকিস্তানে নতুন বিধিনিষেধ অনুযায়ী, যারা পূর্ণ কোভিড টিকা নেননি তারা নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করতে পারবেন না। দৈনিক সর্বোচ্চ রোগী শনাক্ত হওয়ার দেশটির কর্তৃপক্ষ এ ধরনের বেশ কয়েকটি কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।

মসজিদে প্রবেশের জন্য টিকার দুই ডোজ নেওয়া বাধ্যতামূলক করার পাশাপাশি মাস্ক পরা ও নামাজ আদায়ের সময় ৬ ফুট দূরত্ব বজায় রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। খবর আরব নিউজের।

শুক্রবার দেশটিতে ৭ হাজার ৬৭৮ জনের শরীরে কোভিড সংক্রমণ ধরা পড়ে, এটি করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার পর একদিনে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হওয়ার রেকর্ড।

এ পরিস্থিতিতে দেশটির সরকার যেসব জেলাগুলোতে করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভিটির হার ১০ শতাংশের উপরে সেখানে বিয়ের অনুষ্ঠানসহ ঘরের ভেতরের সব ধরনের জমায়েত নিষিদ্ধ করার পাশাপাশি স্কুল ও যেসব খেলাধুলায় শারীরিক সংস্পর্শ লাগে সেগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, পাকিস্তানের ২২ কোটি জনসংখ্যার প্রায় ৩৬ শতাংশ বা ৭ কোটি ৮০ লাখ লোক করোনাভাইরাস টিকার দুটি ডোজ নিয়েছেন।

সূত্র: সমকাল
এম ইউ/২৪ জানুয়ারি ২০২২

Back to top button