পররাষ্ট্রমন্ত্রীর কাছে ওমানের সিডিএর পরিচয়পত্র পেশ
ঢাকা, ২৪ জানুয়ারি – ঢাকাস্থ ওমান দূতাবাসের নতুন চার্জ ডি অ্যাফেয়ার্স (সিডিএ) আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল-বুলুশি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।
রোববার (২৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. মোমেনের দপ্তরে পরিচয়পত্র পেশ করেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরিচয়পত্র পেশের পর তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। তিনি ওমানে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের অবদানের কথা স্মরণ করেন।
পররাষ্ট্রমন্ত্রী নতুন সিডিএকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, কৃষি ও খাদ্য নিরাপত্তা, সুনীল অর্থনীতি এবং দুই দেশের মধ্যে বর্ধিত বাণিজ্যের মতো সহযোগিতার নতুন ও উদীয়মান ক্ষেত্রগুলো নিয়ে কাজ করার আহ্বান জানান। আল-বুলুশি ড. মোমেনের প্রস্তাবিত ক্ষেত্রগুলো নিয়ে কাজ করতে তার দেশকে অবিহিত করবেন বলে জানান।
এ সময় আল-বুলুশিকে দায়িত্ব পালন করার বিষয়ে ঢাকার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার বিষয়ে আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৪ জানুয়ারি