আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শক্তিশালী ব্র্যান্ডিং করতে রোডম্যাপ তৈরি করছে সরকার
ঢাকা, ২৪ জানুয়ারি – আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শক্তিশালী ব্র্যান্ডিং করতে রোডম্যাপ তৈরির পরিকল্পনা করছে সরকার। উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণে বাংলাদেশের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি, পরিকল্পনা, বাস্তবায়ন ও মনিটরিং সংক্রান্ত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ অ্যাব্রোড’ শীর্ষক কমিটির আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে বিভিন্ন আলোচনা হয়।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের উপস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে রোববার এ সভা অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় একটি কমন ব্র্যান্ডিং প্ল্যাটফর্ম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের সব সরকারি-বেসরকারি সংস্থা নিজ জায়গা থেকে বাংলাদেশকে ব্রান্ডিংয়ের কাজ করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলো ‘ন্যাশন ব্র্যান্ডিং’ সংক্রান্ত সব কাজে সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
সূত্র : দ্য ডেইলি স্টার
এন এইচ, ২৪ জানুয়ারি