নারায়নগঞ্জ

ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে পাশে চান আইভী

নারায়ণগঞ্জ, ২৩ জানুয়ারি – ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

তিনি বলেছেন, আমি আপনাদের সন্তান। আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্র মোকাবিলায় আপনারা আমার পাশে ছিলেন এবং এভাবেই আমার পাশে চাই আপনাদের।

রোববার (২৩ জানুয়ারি) বিকেলে শহরের দেওভোগ জনকল্যাণ সংস্থার আয়োজনে নবনির্বাচিত মেয়রকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, আমি ষড়যন্ত্র মোকাবিলা করেছি। আপনারা সবাই আমার পাশে ছিলেন। আগামী পাঁচ বছর আমার চলার পথে যত বাধাই আসুক না কেন আমি সব বাধা অতিক্রম করে যেন মানুষের সেবা করতে পারি। এজন্য দোয়া করবেন।

তিনি আরও বলেন, আমার আরও ২৭ টি ওয়ার্ড আছে। সবখানেই যেন আমি সমানভাবে কাজ করতে পারি।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২৩ জানুয়ারি

Back to top button