তামিমকে সিদ্ধান্ত বদলের অনুরোধ করবেন সুজন
ঢাকা, ২৩ জানুয়ারি – গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নেন তামিম ইকবাল। গুঞ্জন শোনা যাচ্ছে, বাঁহাতি এই ওপেনার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর খেলতে চান না। খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন খবরটি। অবশ্য বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক এ ব্যাপারে মুখ খোলেননি।
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন বিষয়টিতে অবাক হয়েছেন। আজ রোববার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি চাই বাংলাদেশের সেরা দলটা তিন ফরম্যাটে খেলুক। ওরা সবাই খেলার শেষের দিকেই চলে এসেছে। হয়ত আরো দুই-তিন বছর খেলবে। কিন্তু আগামী এক বছর বাংলাদেশের অনেক খেলা আছে।’
বিসিবির এই কর্মকর্তা আরও বলেন, ‘এটা অবশ্যই প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি না চায় তাকে চাপ দেওয়া যাবে না। আমাদের সামনে এগোতেই হবে। ক্রিকেট তো বসে থাকবে না। তবে তামিমকে সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ করব।’
গতকাল শনিবার তামিম সম্পর্কে সংবাদিকদের বিসিবি সভাপতি বলেছিলেন, ‘ওর (তামিম) সাথে আমি কথা বলেছি। ওকে বলেছিলাম, তুমি আবার টি-টোয়েন্টিতে ফিরে আসো। তুমি আমাদের সেরা ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিত। টেলিফোনে কথা হয়েছিল। ও আমাকে একটা কথা বলেছে, আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে আমাকে আসতেই হবে। কিন্তু আমি আসলে এই ফরম্যাটে খেলতে চাই না।’
তামিম বাংলাদেশের হয়ে ৭৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২৪.৬৫ গড়ে ১ হাজার ৭০১ রান করেছেন। স্ট্রাইক রেট ১১৭.৪১। টি-টোয়েন্টিতে দেশের একমাত্র সেঞ্চুরিয়ান তিনি। আর চারটি ম্যাচ খেলেছেন বিশ্ব একাদশের হয়ে।
সূত্র : এনটিভি
এম এস, ২৩ জানুয়ারি