ক্রিকেট

টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও সিরিজও জিতল দ. আফ্রিকা

কেপ টাউন, ২২ জানুয়ারি – ভারতীয় ক্রিকেট আর বিতর্ক যেন এক সুতোয় বাঁধা। কিছুদিন আগেই ভিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে লোকেশ রাহুলকে দায়িত্ব দেয়া হয়। রাহুলের নেতৃত্বে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে হারের পর ২য় ম্যাচেও ভারত হেরেছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে। ফলে টেস্টের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও নিজেদের করে নিলো স্বাগতিকরা।

দ্বিতীয় ম্যাচে আজ পার্লের বোল্যান্ড পার্কে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করে ভারত। কিন্তু এই ২৮৭ রানও জয়ের জন্য যথেষ্ট হলো না। বরং, ভারতের ছুঁড়ে দেয়া এই চ্যালেঞ্জ হেসেখেলেই পার হয়ে গেলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ১১ বল হাতে রেখেই ৭ উইকেটের ব্যবধানে জয় তুলে নিলো প্রোটিয়ারা। সে সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১ ম্যাচ হাতে রেখেই জয় করে নিলো তারা।

ম্যাচের শুরুতেই ভারত উদ্বোধনী জুটিতে ৬১ রানের পুঁজি পায়। ধাওয়ান ৩৮ বলে ২৯ রান করে আউট হওয়ার পর দ্রুত ফিরে যান কোহলি (০)। এরপর অধিনায়ক লোকেশ রাহুলের ৫৫ এবং রিশাভ পান্তের ৮৫ রানে লড়াকু সংগ্রহ পায় সফরকারীরা।

তবে জবাব দিতে নেমে শুরু থেকেই বেশ স্বাচ্ছন্দ্যে খেলতে থাকেন দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা। ওপেনার কুইন্টন ডি কক শুরু থেকেই ঝড় তোলেন। ৬৬ বল খেলে ৭৮ রান করে আউট হন তিনি। ৭টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মারও মারেন তিনি।

আরেক ওপেনার জানেমান মালান ১০৮ বল খেলে করেন ৯১ রান। জসপ্রিত বুমরাহর বলে বোল্ড হওয়ার আগে ৮টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার মারেন তিনি। অধিনায়ক টেম্বা বাভুমা করেন ৩৫ রান।

শেষ দিকে এইডেন রামক্রাম ৩৭ এবং রাশি ফন ডার ডুসেন অপরাজিত থাকেন ৩৭ রানে। শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮৮ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা।

ম্যাচসেরা হয়েছেন কুইন্টন ডি কক। সিরিজের ৩য় ও শেষ ওয়ানডে ম্যাচ ২৩ জানুয়ারি কেপটাউনে অনুষ্ঠিত হবে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২২ জানুয়ারি

Back to top button