ক্রিকেট

বাবার স্মরণে মোসাদ্দেকের ক্রিকেট টুর্নামেন্ট

ময়মনসিংহ, ০১ নভেম্বর- ময়মনসিংহে প্রয়াত বাবার স্মরণে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট চালু করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। রোববার শুরু হওয়া টুর্নামেন্টটি সার্কিট হাউজ মাঠে উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

ডানহাতি অলরাউন্ডার মোসাদ্দেকের বাবা আবুল কাশেম ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা। প্রয়াত বাবার স্মৃতিতে এবারই প্রথম টুর্নামেন্টটি মাঠে গড়িয়েছে। এতে অংশ নিয়েছে ছয়টি দল।

টি-২০ এই টুর্নামেন্ট নিয়ে দেশের হয়ে ৩৫ ওয়ানডে এবং ১৪ টি-২০ খেলা মোসাদ্দেক জানান, বাবার স্মরণে টুর্নামেন্টটির আয়োজন করেছেন। এছাড়া ক্রিকেটের বিস্তার ও তরুণদের উদ্বুদ্ধ করতে তার এই উদ্যোগ কাজে আসবে বলে বিশ্বাস তার।

টুর্নামেন্টটির উদ্বোধন অনুষ্ঠানে মোসাদ্দেক ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড় হারুন অর রশিদ, জাকির হোসেন, জেলা কোচ মাহমুদুল হাসান পাপ্পু ও ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের প্রধান কোচ আরিফুর রহমান রবিন প্রমুখ।

সূত্র : সমকাল
এন এইচ, ০১ নভেম্বর

Back to top button