আইন-আদালত

৬ সপ্তাহের আগাম জামিন পেলেন তাহসান

ঢাকা, ২১ জানুয়ারি – ইভ্যালির প্রতারণামূলক কর্মকা-ে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত গায়ক-অভিনেতা তাহসান খান ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে আগাম জামিনের আবেদন জানালে গতকাল বৃহস্পতিবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জামিন আবেদনের শুনানিকালে আদালত বলেন, সেলিব্রিটিদের দায়িত্ব অনেক বেশি। তাদের দেখে সাধারণ মানুষ হুমড়ি খেয়ে পড়ে। ইভ্যালিতে সাধারণ মানুষের কোটি কোটি টাকা গচ্চা গেছে। এ কারণে বিজ্ঞাপনের মডেল বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে সেলিব্রিটিদের আরও সতর্ক হতে হবে।

তাহসানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সানজিদা খানম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন দেওয়ান। বুধবার এ মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন তাহসান। শুনানিতে আদালত বলেন, আপনাদের (সেলিব্রিটি) দেখলে তো মানুষ হুমড়ি খেয়ে পড়ে। মাশরাফি যখন কোনো ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হন, যাদের নাম দেখছি তারা যদি অ্যাম্বাসেডর হন, তার ভেতরে জিনিস থাকুক আর না থাকুক কিছু কিছু লোক আছে পাগলের মতো দৌড়াবে। আপনারা সেই গুডউইলটাকে পুঁজি করলেন। আপনারা দেখলেনও না। যারা এখানে অ্যাম্বাসেডর হয়েছেন, তাদের জন্যই তো কোটি কোটি টাকা দেশের গচ্চা গেল!

সূত্র : আমাদের সময়
এন এইচ, ২১ জানুয়ারি

Back to top button