ক্রিকেট

কানাডাকে ৮ উইকেটে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ দল

ঢাকা, ২১ জানুয়ারি – অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে বড় হোঁচট খায় গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। তবে দ্বিতীয় ম্যাচে কানাডাকে ৮ উইকেটে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশের যুবারা।

এ দিন টস জিতে আগে ব্যাট করতে নামে কানাডা অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশি বোলারদের বোলিংয়ের মুখে সুবিধা করতে পারেনি তারা। ওপেনার অনুপ চিমার ব্যাটে আসে ফিফটি। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন তিনি। ওপেন করতে নেমে চিমা আউট হন ৪১ তম ওভারে।

চিমাকে অন্য কোন ব্যাটার সেভাবে সঙ্গ দিতে পারে নি। ১৫ এর গন্ডি পার করতে পারেনি বাকিদের কেউই। ৪৪.৩ ওভারে ১৩৬ এ গুটিয়ে যায় কানাডা যুব দল।

বাংলাদেশের পক্ষে বল হাতে ১০ ওভারে এক মেইডেনসহ ৩৭ রান দিয়ে ৪ উইকেট নেন মেহরাব। ডানহাতি পেসার রিপন মন্ডলও ২৪ রানে ৪টি উইকেট নেন। এবং বাকি ২ উইকেট যায় আশিকুর জামানের ঝুলিতে।

১৩৬ রান তাড়ায় নেমে ইনিংসের পঞ্চম ওভারে ওপেনার মাহফিজুল ইসলাম (১২) ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে ৭৬ রানের জুটিতে ইফতিখার আর প্রান্তিক নওরোজ নাবিল মিলে দলকে সহজ জয়ের পথ গড়ে দিয়েছেন।

নাবিল ৩৩ করে সাজঘরে ফেরার পর বাকি পথটুকু আইচ মোল্লাকে নিয়েই পাড়ি দিয়েছেন ইফতিখার। ৮৯ বলে ৭ বাউন্ডারিতে ৬১ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। ২৬ বলে ২০ রান নিয়ে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন আইচ।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২১ জানুয়ারি

Back to top button