ঘরে তৈরি করে নিন দোকানের মত পিজ্জা সস (ভিডিও সংযুক্ত)
অনেকেই পিজ্জা খেতে পছন্দ করেন। পিজ্জা সস নামে এক ধরণের সস বাজারে পাওয়া যায়। এটি মূলত পিজ্জাতে ব্যবহার করা হয়। অব্যশ আপনি বিভিন্ন খাবারের এই সসটি ব্যবহার করতে পারবেন। এই সসটি বাজার থেকে না কিনে ঘরে তৈরি করে নিতে পারেন। কীভাবে? আসুন তাহলে জেনে নেওয়া যাক এর সহজ রেসিপিটি।
উপকরণ:
৬টি বড় টমেটো
১ টেবিল চামচ অলিভ অয়েল
১ চা চামচ রসুন কুচি
১/২ কাপ পেঁয়াজ কুচি
১/২ চা চামচ অরিগেনো
১ চা চামচ লাল শুকানো মরিচ
২ টেবিল চামচ টমেটো কেচাপ
১ চা চামচ লাল মরিচ গুঁড়ো
লবণ স্বাদমত
১/২ চা চামচ চিনি
প্রণালী:
১। টমেটোগুলো মুখ কেটে পানিতে ২-৩ মিনিট সিদ্ধ করতে দিন। সিদ্ধ হয়ে গেলে টমেটোর খোসা ছাড়িয়ে ফেলুন।
২। টমেটোগুলো কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
৩। এবার প্যান গরম হয়ে এলে এতে অলিভ অয়েল দিন।
৪। অলিভ অয়েল গরম হয়ে আসলে এতে রসুন কুচি দিয়ে দিন।
৫। রসুন লাল হয়ে গেলে এতে পেঁয়াজ কুচি দিয়ে ১-২ মিনিট ভাজুন।
৬। তারপর এতে টমেটোর পেস্ট, ওরিগেনো, শুকনো মরিচ, টমেটো কেচাপ, লাল মরিচ গুঁড়ো, লবণ দিয়ে ২-৩ মিনিট রান্না করুন।
৭। চিনি দিয়ে মাঝারি আঁচে ১-২ মিনিট রান্না করুন।
৮। ঠান্ডা হয়ে গেলে এয়ার টাইট কনটেইনারে সংরক্ষন করুন।
৯। পিজ্জা তৈরির সময় ব্যবহার করুন পিজ্জা সস।আপনি চাইলে পিজ্জা ছাড়াও বার্গার অন্য খাবারে এই সস ব্যবহার করতে পারেন।
ইউটিউব চ্যানেল:Tarla Dalal
এম ইউ