টলিউড

বারবার এটা নিয়ে ব্যবসাও হয়েছে: নুসরাত

কলকাতা, ১৯ জানুয়ারি – তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। একদিকে মুসলিম অভিনেত্রী হয়ে হিন্দু ধর্মাবলম্বী নিখিল জৈনের সঙ্গে বসবাস করেছেন প্রায় অনেক দিন। বিষয়টা নিয়ে সমালোচনায় মেতে ওঠেছে দুই ধর্মের মানুষই। আবার নিখিল জৈনের সঙ্গে বিয়ে অস্বীকার করে ওই সম্পর্কটাকে লিভ টুগেদার আখ্যা দিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি। এর মাঝে তিনি হয়ে যান অন্তঃসত্ত্বা। কিন্তু নিখিল অস্বীকার করেন তিনি নুসরাাতের সন্তানের বাবা নন। তাহলে তার পেটে জন্ম নেওয়া সন্তানের বাবা কে?-এ নিয়ে মিডিয়াজুড়ে নানা হইচই হয়।

অবশেষে সিনেমার দৃশ্যের মতোই সবকিছু পরিষ্কার করে আভির্ভূত হন অভিনেতা যশ। তাদের সন্তানের নাম দেন ইশান।

ব্যক্তিগত জীবন, তার জীবন দর্শন, তার পরিবার, তার সন্তান ও সন্তানের বাবা যশ দাশগুপ্তর সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের সাক্ষাৎকারে নানা বিষয় জানিয়েছেন তুমুল আলোচিত ও সমালোচিত অভিনেত্রী নুসরাত জাহান।

যশের সঙ্গে সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার এটা আলাদা করে বলতে অদ্ভুতই লাগে। আমি জানি না মানুষের এটাকে ঘিরে এত প্রশ্ন কেন? সবাই সব জানে আবার কেউ কিছু জানে না। আমরা একটা ব্যক্তিগত জীবন চাই। ছাদের মাথায় চিৎকার করে সব বলি না বলেই বোধ হয় এত প্রশ্ন। আমার একটাই উত্তর, আমরা ভালো আছি’।

ইচ্ছাকৃতভাবেই কী কাউকে কিছু না জানানোর সিদ্ধান্ত নিয়েছেন নুসরাত? এই প্রশ্নের জবাবে নুসরাত বলেন, ‘প্রত্যেকটা মানুষের জীবনে কিছু আদর্শ থাকে। আমরা আমাদের সম্পর্ক ব্যক্তিগত রাখার সিদ্ধান্ত নিয়েছি। পাবলিক ফিগার হয়ে আমরা সবসময় মানুষের নজরবন্দি, সেখানে কী আমি আমার নিজস্বত্ত্বা হারিয়ে ফেলছি! এটা ভাবার প্রযোজন। আমার নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আমি বলব কি বলব না, এটা আমার বাকস্বাধীনতা। সেখানে মানুষের প্রচুর বক্তব্য। আমি বিতর্ক করিনি। মানুষ আমাকে বিতর্কে জড়িয়েছে। অনেক ছোটবেলা থেকেই আমাকে ‘বিতর্কিত’ ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে। বারবার এটা নিয়ে ব্যবসাও হয়েছে। প্রতিটা মিডিয়াহাউজ আমার বিতর্ক নিয়ে ব্যবসা করেছে। আমি মানছি যেকোনও জিনিস বিক্রি করতে হতে হলে তাতে মশলা প্রয়োজন। আমায় যদি কেউ বলে আমি বিক্রয়যোগ্য সেটা আমার কাছে গর্বের। কিন্তু কোথাও গিয়ে যখন সেটা ভীষণ ব্যক্তিগত হয়ে যায় তখন থামতে হয়। এই জার্নালিজমটা সবাই ফলো করেন না’।

তাকে ঘিরে এত বিতর্ক কী মনে দুঃখ দেয় নুসরাতকে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে দুঃখ পেতাম, এখন আর পাই না। কিন্তু আমি তো রক্ত মাংসের মানুষ, সুপার ওম্যান নয়। আমি ১০০টা ভুল করেছি, ভুল থেকে শিক্ষা নিয়েছি, আবার নতুন ভুল করেছি। এত তারকাদের থেকে এক্সপেকটেশন কেন? মানুষ কী ভাবছে নুসরাত আবার কী ভুল করবে সেখান থেকে আবার বিতর্ক তৈরি হবে? আমি কিন্তু এসবের মধ্যে নেই। আমি খুব সাধারণ জিনিস করি যা সবাই করে আর এর জন্য আমি কাউকে জবাব দেব না। যাদের জবাব দেওয়া দরকার, আমার বাবা-মা, পরিবারকে জবাব দেব। আর কাউকে নয়। যদি ফ্যানেদের সঙ্গে কিছু ভুল করি তাহলে তাদের জবাব দেব। তাদের ঠকাব না। আমি কখনও মিথ্যে কথা বলিনি, আমি কিছু লুকোইনি। আমার ভালো লাগছে না কিছু বিষয় নিয়ে কথা বলতে, সেটা কোথায় ভুল?’

এন এইচ, ১৯ জানুয়ারি

Back to top button