বিপিএলে প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না মাশরাফি!
ঢাকা, ১৯ জানুয়ারি – নিজেকে শতভাগ ফিট করে বিপিএলে মাঠে নামতে বেশ আগে থেকেই তৎপর মাশরাফি বিন মর্তুজা। এতদিন খেলার বাইরে আছেন, অথচ দেখে বোঝার উপায় নেই সেটা। শরীরে এক গ্রাম চর্বিও নেই বলতে গেলে। খাবার গ্রহণে অতি সতর্কতা, নিয়ন্ত্রণ এবং জিম করে সব বাড়তি চর্বি ঝরিয়ে ফেলেছেন তিনি।
মাশরাফির এবারের দল ঢাকার কোচ মিজানুর রহমান বাবুল আগের দিন (সোমবার) জানিয়েছিলেন, বিপিএলে মাঠে ফিরতে মুখিয়ে আছে মাশরাফি। শরীরকে ফিট রাখতে ১৫ কেজি ওজনও কমিয়েছেন তিনি।
কিন্তু ২৪ ঘণ্টা না যেতেই মঙ্গলবার রাতে অন্য খবর দিলেন ঢাকার কোচ বাবুল। জানালেন, পিঠের ব্যাথার কারণে প্রথম এক-দুই ম্যাচ খেলতে নাও পারেন মাশরাফি।
মঙ্গলবার রাতে মুঠোফোনে বাবুল লেন, ‘আগের চেয়ে ব্যাথা কমেছে। তাই একটু আধটু বোলিং করেছে মাশরাফি। ব্যাথা বেশি থাকলে তো আর বোলিংই করতে পারতো না। ব্যাথা কমার দিকে। তারপরও হয়ত প্রথম ম্যাচ খেলতে পারবে না।’
‘দ্বিতীয় ম্যাচও পারবে কি না বলতে পারছি না। তবে সপ্তাহ খানেকের মধ্যেই মাঠে ফিরতে পারবে বলে বিশ্বাস আমার।’
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১৯ জানুয়ারি