ঢালিউড

এক বিজ্ঞাপনে তিন চরিত্রে মিম

ঢাকা, ১৮ জানুয়ারি – আইন অনুযায়ী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াত আইভীর শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

তিনি বলেন, নারায়ণগঞ্জে নির্বাচন ইভিএমে হয়েছে। ভালো নির্বাচন হয়েছে। শতভাগ নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এটা আমাদের জন্য ভালো এক্সামপল।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দেশের নির্বাচনের প্রতি ডিপ্লোম্যাটদের আস্থা ও বিশ্বাস বেড়েছে জানিয়ে মন্ত্রী বলেন, রাষ্ট্রদূতদের সঙ্গে বসেছিলাম। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে বিভিন্ন কথা হয়েছে। সেক্ষেত্রে নারায়ণগঞ্জের নির্বাচন আমাদের জন্য ভালো কাজ করেছে।

এসময় বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে হয় বলে প্রমাণিত হয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

বিদ্যা সিনহা মিম বলেন, শুটিং বাতিল হয়নি, পিছিয়েছে। গতকালকে শুট করার কথা ছিলো, এখন আজকে করছি। করোনা টেস্ট করানোর পর রিপোর্ট আসতে দেরি হওয়ায় গতকাল করতে পারিনি।

মিম আরও বলেন, গ্যাস স্টোভের বিজ্ঞাপন করছি আজকে। এখানে আমাকে ভিন্নরূপে দেখা যাবে, একইসাথে তিনটি চরিত্রে। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। কাজটি করে বেশ ভালো লাগছে।

নির্মাতা রনি ভৌমিক বলেন, বিজ্ঞাপনটি ওয়ালটন গ্যাস স্টোভের। গল্পভিত্তিক এ বিজ্ঞাপনটিতে মিমকে একইসাথে তিন চরিত্রে দেখা যাবে।

জানা যায়, শিগগিরই বিজ্ঞাপনটি সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও অনলাইনে দেখা যাবে।

এন এইচ, ১৮ জানুয়ারি

Back to top button