জাতীয়

অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়

ঢাকা, ১৭ জানুয়ারি – নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নৌকার বিজয়কে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয় হিসেবে অভিহিত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা। তারা বলছেন, নির্বাচন ঘিরে অনেক দুরভিসন্ধি হয়েছে; অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু সবকিছু ছাড়িয়ে আইভীর সততা, জনপ্রিয়তা সর্বোপরি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিচক্ষণতার জয় হয়েছে।

নির্বাচনে বড় ব্যবধানে নৌকার বিজয়ের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য আবদুর রহমান বলেন, ‘সেলিনা হায়াৎ আইভী প্রার্থী হিসেবে খুবই জনপ্রিয়। আকাশচুম্বী জনপ্রিয় শেখ হাসিনা তার বিচক্ষণতা দিয়ে আইভীকে মনোনয়ন দিয়েছেন যথার্থভাবেই। আইভীর জনপ্রিয়তা, সততা, শেখ হাসিনার প্রতি তার আনুগত্য- সবকিছু মিলেই তিনি বিজয়ী হয়েছেন। কোনো দুরভিসন্ধিই তাকে এ নির্বাচনে ঠেকাতে বা ঠকাতে পারেনি।’ দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘অত্যন্ত সুন্দর, শৃঙ্খলা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনের মধ্য দিয়ে শুভ শক্তির জয় হয়েছে, অশুভ শক্তির পরাজয় হয়েছে। এ বিজয় আওয়ামী লীগের, এ বিজয় শেখ হাসিনার; সর্বোপরি গণতন্ত্রের বিজয় হয়েছে।’

দলের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, ‘শেখ হাসিনার জনপ্রিয়তা, সেলিনা হায়াৎ আইভীর ব্যক্তিগত জনপ্রিয়তা এবং স্থানীয় আওয়ামী লীগের ঐক্যবদ্ধ প্রয়াসে নারায়ণগঞ্জে নৌকার জয় হয়েছে।’

সূত্র : আমাদের সময়
এন এইচ, ১৭ জানুয়ারি

Back to top button