পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, আহত শতাধিক

কলকাতা, ১৪ জানুয়ারি – পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরের কাছে বৃহস্পতিবার গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস ট্রেনের ১২টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে ট্রেইনটি ছাড়ার সময় তাতে প্রায় ৭০০ যাত্রী ছিলো।

এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রেন দুর্ঘটনায় অন্তত আটজন নিহত ও শতাধিক আহতকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে দুর্ঘটনাস্থলে পৌঁছবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

পশ্চিমবঙ্গ সরকার সূত্রে জানা গেছে, শতাধিক আহতকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকৃত আহতদের কাছাকাছি কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, এখনো লাইনচ্যুত হওয়া বগির ভেতরে অনেক যাত্রী আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে এবং বিধ্বস্ত কোচগুলো কাটার জন্য গ্যাস কাটার ব্যবহার করা হচ্ছে।

এঘটনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, তিনি পরিস্থিতি নিজেই গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছেন এবং তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এ বিষয়ে কথা বলেছেন এবং তাকে উদ্ধার অভিযান সম্পর্কে অবহিত করেছেন। তিনি বলেন, আমরা আমাদের সকল দায়িত্ব পালন করব।

উল্লেখ্য, গৌহাটি-বিকানার এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার জলপাইগুড়ির দোমোহনি এলাকায় স্থানীয় সময় বিকেল ৫টার সময় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ার থেকে উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ট্রেনটির কয়েকটি বগি দুমড়ে মুচড়ে যাওয়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে সে সময় আশঙ্কা করা হয়। দুর্ঘটনার সময় ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৪ জানুয়ারি

Back to top button