মধ্যপ্রাচ্য

সৌদিতে করোনা শনাক্তের নতুন রেকর্ড

রিয়াদ, ১২ জানুয়ারি – সৌদি আরবে প্রথমবারের মতো করোনা শনাক্ত পাঁচ হাজার ছাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের দেশটিতে বুধবার ৫ হাজার ৩৬২ জনের করোনা শনাক্ত হয়। এদিন করোনায় প্রাণ গেছে দুই জনের।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আল আরাবিয়া এ খবর জানিয়েছে।

এর আগে ২০২০ সালের জুন মাসে দেশটিতে রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৯১৯ জনের করোনা শনাক্ত হয়।

করোনার অতিসংক্রমণশীল ধরন ওমিক্রনের জেরে সৌদি আরবে শনাক্ত ক্রমাগত বেড়েই চলেছে। গত মাসের (ডিসেম্বর) শুরুর দিকে সৌদি আরবে প্রথম ওমিক্রন শনাক্ত হয়।

করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত সৌদিতে ৫ লাখ ৯৩ হাজার ৫৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পুরো মহামারি পর্বে করোনা প্রাণ কেড়ে নিয়েছে ৮ হাজার ৮৯৯ জনের।

বিশ্বে করোনা টিকা দেয়ায় এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে সৌদি আরব অন্যতম। দেশটিতে ৫ কোটি ২৯ লাখ ১ হাজার ৯৯২ জনকে করোনা টিকা দেয়া হয়েছে।

করোনা বাড়ার জেরে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে মধ্যপ্রাচ্যের দেশটি।

সামজিক দূরত্বের নিয়ম না মানলে দেশটিতে ২৬৬ ডলার জরিমানার বিধান আনা হয়েছে। একই অপরাধ পুনরায় করলে ওই ব্যক্তিকে ২ লাখ ৬৬ হাজার ডলার জরিমানা গুণতে হবে।

সম্প্রতি মক্কায় পবিত্র মসজিদ-আল হারামে সামাজিক দূরত্ব মানার বিধান জারি করা হয়েছে।

করোনা সংক্রমণ বাড়ার প্রেক্ষাপটে সৌদি আরবে জনসমক্ষে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১২ জানুয়ারি

Back to top button