ব্যক্তিত্ব

যে নারীদের বেশি পছন্দ করেন চাকরিদাতারা

কর্মজীবী নারীদের জন্য বিষয়টা চিন্তার হতে পারে। তবে এমনটাই উঠে এসেছে ব্রিটেন ও কানাডার এক যৌথ গবেষণায়। গবেষণায় বলা হয়, প্রতিষ্ঠানগুলো পাতলা দেহের নারীদেরই বেশি চাকরি দিতে চায়। প্লস ওয়ান জার্নালে প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বডি ম্যাস ইনডেক্স বা বিএমআই’য়ে যে নারীর ওজন বেশি তারা একই বৈশিষ্ট্যের পুরুষদের চেয়ে কম সুবিধা পান।

এ গবেষণায় গবেষকরা অংশগ্রহণকারীদের বেশ কয়েকটি ছবি দেখান। বিভিন্ন বিএমআই লেভেলের নারী-পুরুষদের ছবি দেখানো হয়। তারপর তাদের কাছে জানতে চাওয়া হয়, এদের মধ্যে কাদেরকে তারা কর্মী হিসাবে বাছাই করবেন? নারীদের ক্ষেত্রে দেখা গেছে, একই বিএমআই থাকা সত্ত্বেও যে নারীদের মুখটা একটা মোটাসোটা তাদের বাদ দিয়ে চিকন চেহারার নারীদের বেছে নেওয়া হচ্ছে। তবে পুরুষদের ক্ষেত্রে মুখের স্বাস্থ্য তেমনটা প্রভাব ফেলেনি।

প্রধান গবেষক ডেনিস নিকসন গবেষণার ফলাফলকে ‘লিঙ্গ বৈষম্য সৃষ্টিতে অদ্ভুত দৃষ্টিভঙ্গী’ বলে উল্লেখ করেছেন। তাই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এসব বিষয় এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে চাকরিদাতাদের।ফক্স নিউজ

এম ইউ

Back to top button