দক্ষিণ এশিয়া

ভারতীয় পার্লামেন্টের ৪ শতাধিক কর্মী করোনায় আক্রান্ত

নয়াদিল্লি, ০৯ জানুয়ারি – ভারতের পার্লামেন্টের চার শতাধিক কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাত দিয়ে রোববার ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ৪ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত এক হাজার ৪০৯ কর্মীর নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে ৪০২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এমন সময় এ খবর এলো যখন চলতি মাসের শেষ দিকে পার্লামেন্টে কেন্দ্রীয় বাজেট আলোচনা শুরু হওয়ার কথা।

ভারতে গত ২৪ ঘণ্টায় এক লাখ ৫৯ হাজার ৬৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে টানা তিন দিন দেশটিতে সংক্রমণের সংখ্যা লাখ ছাড়িয়েছে। মহামারীর দুই বছরে দেশটিতে করোনা রোগীর সংখ্যা তিন কোটি ৫৫ লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া কোভিডে মোট মৃত্যু চার লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে।

সূত্র: রাইজিংবিডি
এম ইউ/০৯ জানুয়ারি ২০২২

Back to top button