নারায়ণগঞ্জে ট্রলারডুবি: ভেসে উঠলো ৪ জনের মরদেহ
নারায়ণগঞ্জ, ০৯ জানুয়ারি – নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনার পাঁচদিন পর চারজনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। এখনও নিখোঁজ আছেন ৬ জন।
ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন রোববার (৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, যেখানে ট্রলার ডুবেছে, সেখান থেকে কিছুটা দূরে চারটি মরদেহ ভেসে উঠতে দেখে আমাদের খবর দেয় স্থানীয় লোকজন। আমরা গিয়ে উদ্ধার করি। মরদেহ শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে, ট্রলারডুবির ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। ১০ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এরই মধ্যে এমভি ফারহান-৬ লঞ্চের মাস্টার কামরুল হাসান, চালক জসিমউদ্দিন ভূঁইয়া ও সুকানি জসিম মোল্লাকে আসামি করে ফতুল্লা থানায় মামলা করেছেন বিআইডব্লিউটিএর উপপরিচালক (নৌ নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য। তাদের গ্রেপ্তার করা হয়েছে, জব্দ করা হয়েছে লঞ্চটিও।
সূত্র : আরটিভি
এম এস, ০৯ জানুয়ারি