জাতীয়

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা, ০৭ জানুয়ারি – আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তিন বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় এ ভাষণ শুরু হয়।

প্রধানমন্ত্রী তার ভাষণের শুরুতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একইসঙ্গে নতুন বছর ২০২২-এর শুভেচ্ছাও জানান।

গভীর শ্রদ্ধার সঙ্গে প্রধানমন্ত্রী স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

তিনি আরও স্মরণ করেন জাতীয় চার নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে। শ্রদ্ধা জানান স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদ এবং ২ লাখ নির্যাতিত মা-বোনের প্রতি।

শেখ হাসিনার এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টিভি চ্যানেলগুলো এবং রেডিও স্টেশনগুলোতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৭ জানুয়ারি

Back to top button