জাতীয়

৩৩ বছরেও জাহাজ দেয়নি পাকিস্তান, চুক্তি বাতিল করল বাংলাদেশ

ঢাকা, ০৬ জানুয়ারি – চুক্তি করার ৩৩ বছর পরও বাংলাদেশ শিপিং করপোরেশনকে (বিএসসি) দুটি কন্টেইনার জাহাজ সরবরাহ করেনি পাকিস্তান। তাই, এ চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য দুটি কন্টেইনার জাহাজ কিনতে ১৯৮৮ সালের ১৩ অক্টোবর পাকিস্তানের সঙ্গে ৫০ মিলিয়ন ডলারের চুক্তি করা হয়েছিল। আজ পর্যন্ত তারা দেয়নি, কিছু হয়নি। পাকিস্তান সরকার তাদের করাচি শিপইয়ার্ডকে ৮ দশমিক ৮৫ মিলিয়ন ডলার দিয়ে দিয়েছিল। আমরা টাকা দেইনি। এতদিন পরও জাহাজ সরবরাহ করা হয়নি বলে মন্ত্রিসভা চুক্তিটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।’

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৬ জানুয়ারি

Back to top button