মধ্যপ্রাচ্য

শক্তিশালী ভূমিকম্পে তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ৩৭

আঙ্কারা, ০১ নভেম্বর- গ্রিস ও তুরস্কে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে তুরস্কে মারা গেছেন ৩৫ জন। আর গ্রিসে দুই জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার আঘাত হানা ওই ভূমিকম্পে তুরস্কে অন্তত ৮৮৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

এজিয়ান বন্দর নগর মেয়রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ধ্বংসস্তূপে প্রায় ১৮০ জনের মত আটকা পড়ে আছেন। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হাসপাতালে ২৪৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের মাত্রা ছিলেঅ রিখটার স্কেলে ৭। তবে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) বলেছে, গ্রিনিচ সময় ১১টা ৫০ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিলো রিখটার স্কেলে ৬ দশমিক ৬।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, গ্রিসের সামোস দ্বীপের কারলোভাসি থেকে ১৪ কিলোমিটার দূরে ভূমিকম্পটি অনুভূত হয়। ইস্তাম্বুল ও এথেন্সেও ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পে ‍তুরস্কের অ্যাজিয়ান সাগরতীরবর্তী পর্যটন এলাকা ইজমিরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে অন্তত ২০টি ভবন ধসে পড়েছে। ইজমিরের রাস্তায় ভবনের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।

স্থানীয় প্রশাসন জানায়, সেখানে আরো ৪৭০টি পরাঘাত অনুভূত হয়। তার মধ্যেই উদ্ধারকর্মীরা ‍ধ্বংস্তুপের মধ্যে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

কর্মকর্তারা জানান, ধসের পড়া আটটি ভবনে উদ্ধার কাজ শেষ হয়েছে। আরো অন্তত নয়টি ভবনে এখনো উদ্ধার কাজ চলছে।

ভূমিকম্পের পর চিরশত্রু দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুযোগ তৈরি হয়েছে। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি সমর্থন ও সমবেদনা জানিয়েছেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০১ নভেম্বর

Back to top button