জাতীয়

ইউপিতে সংঘাত : পাঁচ ধাপে ৪৫ জনের মৃত্যু

ঢাকা, ০৬ জানুয়ারি – ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংঘর্ষের ঘটনায় প্রায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। গত জুন থেকে এখন পর্যন্ত পাঁচ ধাপের নির্বাচনের প্রতি ধাপেই সংঘাতে মানুষের মৃত্যু হয়েছে।

প্রথম ধাপে সাতজন, দ্বিতীয় ধাপে ১৬ জন, তৃতীয় ধাপে ১০ জন, চতুর্থ ধাপে তিনজন এবং সর্বশেষ বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপের নির্বাচনে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে পরে সারাদেশে ৪৫ জনের মৃত্যু হয়। এসব সংঘর্ষে ঘটনায় আহত হয়েছেন কয়েক হাজার মানুষ।

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, চলমান ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটে সহিংসতা ও মৃত্যুর দায় প্রার্থীদের।

পঞ্চম ধাপে বুধবার ভোট হয়েছে ৭০৮টি ইউপিতে। ভোট শুরুর কয়েক ঘণ্টার পর থেকেই বিভিন্ন কেন্দ্র সংঘর্ষ-সহিংসতা লাগে।

নির্বাচন কেন্দ্রীক মানুষের মৃত্যুর বিষয় সামনে এনেছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। তিনি বলেন, ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রথা তুলে না দিলে সন্ত্রাস-সংঘাত আরও বাড়বে।

সূত্র : আরটিভি
এম এস, ০৬ জানুয়ারি

Back to top button