নারায়নগঞ্জ

নারায়ণগঞ্জে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, চালক-মাস্টারসহ আটক ৪

নারায়ণগঞ্জ, ০৬ জানুয়ারি – নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে ট্রলা ডুবির ঘটনায় দায়ী এমভি ফারহান-৬ লঞ্চটি জব্দ ও লঞ্চের দুই মাস্টার, দুই চালককে আটক করেছে নৌ পুলিশ। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন।

বিআইডব্লিউটিএ জানায়, ট্রলার ডুবিতে দায়ী ট্রএমভি ফারহান-৬ লঞ্চটি জব্দ করা হয়েছে। লঞ্চটির রুট পারমিটও বাতিল করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

এদিকে সারাদিন ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়েও ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পাননি এবং জীবিত বা মৃত কাউকে উদ্ধার করতে পারেনি। সন্ধ্যায় উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে।

লঞ্চ মালিক সমিতি জানিয়েছে, এমভি ফারহান-৬ যাত্রীবাহী লঞ্চটির মালিক বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু।

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে এমভি ফারহান-৬ লঞ্চের ধাক্কায় অর্ধশত যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ মোট নয় জন নিখোঁজ রয়েছেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৬ জানুয়ারি

Back to top button