ক্রিকেট

আমরা জিতেছি মূলত বোলারদের কারণে: মুমিনুল

ওয়েলিংটন, ০৫ জানুয়ারি – অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা কতটা কঠিন, তা হাড়ে হাড়ে টের পান মুমিনুল হক। শরীরটা খাটো হলেও দায়িত্ব অনেক বড়। বিশাল এই দায়িত্ব পালন করতে গিয়ে অধিকাংশ সময়ই সমালোচনার শিকার হতে হয় মুমিনুলকে। যদিও ‘সব কিছু গায়ে মাখতে নেই’ ভাব নিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি।

তবুও তো একজন মানুষ। যতই এড়ানোর চেষ্টা করেন মুমিনুল, তা কী করা সম্ভব হয় সব সময়? দলের সাফল্য মানেই নেতার সাফল্য। এই টেস্ট জয়ে বোলাররা যেমন বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তেমনি ব্যাট হাতেও একজন অধিনায়কের মত সামনে থেকেই পুরো দলকে নেতৃত্ব দিয়েছেন মুমিনুল হক।

প্রথম ইনিংসে তার ব্যাট থেকে বেরিয়ে এসেছিল অনবদ্য ৮৮ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন টিম বাংলাদেশের অধিনায়ক। মাউন্ট মঙ্গানুইয়ে ঐতিহাসিক টেস্ট জয়ের পর তাই সবার চেয়ে মাথাটা উঁচু অধিনায়ক মুমিনুল হকেরই।

ম্যাচ শেষ হওয়ার পর জয়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুমিনুল বলেন, ‘আমরা টেস্ট ক্রিকেটে ভালো করছিলাম না। শেষ দুটি ম্যাচ হেরেছি। সামনে এগিয়ে যাওয়ার জন্য টেস্ট দলের একটা জয়ের ভিত তৈরি করা দরকার ছিল। সেদিক থেকে এ জয়টা ছিল খুব গুরুত্বপূর্ণ।’

অধিনায়কের কাছে ব্যক্তির সাফল্যের চেয়ে দলের সাফল্যই মূখ্য। তিনি নিজেও সেটা জানালেন। মুমিনুল বলেন, ‘এটা একটা দলীয় সাফল্য। সবাই জিততে মুখিয়ে ছিল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং– সবাই এগিয়ে এসেছে।’

তবে নির্দিষ্ট করে বললে, যাদের কারণে এতবড় সাফল্য ধরা দিয়েছে, তাদের কথা না বললেই নয়। মুমিনুলও জানালেন। তিনি বলেন, ‘আমরা জিতেছি মূলত আমাদের বোলারদের কারণে। প্রথম ও দ্বিতীয়, দুই ইনিংসেই ওরা ছিল এক কথায় দুর্দান্ত। ওরা কঠোর পরিশ্রম করেছে। ঠিক জায়গায় বল করেছে। নিউজিল্যান্ডকে চাপে রাখতে পেরেছে।’

বিশেষ করে এবাদত হোসেনের বোলিংয়ের প্রশংসা না করলেই নয়। অধিনায়ক মুমিনুলের মুখ থেকেও সেই প্রশংসা ঝরে পড়লো। তিনি বলেন, ‘সূর্য তাপ দেওয়া শুরু করায় উইকেটও শুষ্ক হয়ে ওঠে। আমরা সেই সুবিধাটা নিতে চেষ্টা করেছি। এবাদত অবিশ্বাস্য বোলিং করেছে। বলতে গেলে এক কথায় দুর্দান্ত বোলিং করেছে।’

তবে এক জয় নিয়ে সন্তুষ্ট থাকলে তো চলবে না। সামনের দিকেও তাকাতে হবে। একজন অধিনায়ক হিসেবে এটাই হওয়া উচিৎ। মুমিনুলও সেটা জানিয়ে দিলেন। বলে দিলেন, ‘আজ আমি এই জয় ভুলে যেতে চাই। তাকাতে চাই ক্রাইস্টচার্চের পরের টেস্ট ম্যাচের দিকে।’

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৫ জানুয়ারি

Back to top button