উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তের নতুন রেকর্ড

ওয়াশিংটন, ০৪ জানুয়ারি – যুক্তরাষ্ট্রে একদিনে শনাক্তে নজিরবিহীন এক রেকর্ড হয়েছে। স্থানীয় সময় সোমবার একদিনে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ১০ লাখের বেশি মানুষের দেহে। এনডিটিভি অনলাইন এ খবর জানায়।

করোনার নতুন ধরন ওমিক্রনের জেরে যুক্তরাষ্ট্রের সংক্রমণ বাড়ছে। সোমবার ১০ লাখ ৩ হাজার ৪৩ জনের করোনা শনাক্ত হয়।

এর আগে যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তের যে রেকর্ড ছিল, এটা তার প্রায় দ্বিগুণ। চারদিন আগে যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৯০ হাজার জনের করোনা শনাক্ত হয়, যা ছিল নতুন রেকর্ড।

করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে বিশ্বের আর কোনো দেশে একদিনে এতো লোকের করোনা শনাক্ত হয়নি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৪ জানুয়ারি ২০২২

Back to top button