জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে খেলাফত আন্দোলন

ঢাকা, ০৩ জানুয়ারি – নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে চলমান সংলাপে অংশ নিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় সাত সদস্যবিশিষ্ট খেলাফতের একটি প্রতিনিধিদল বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন খেলাফতের আমীর মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী।

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপে খেলাফতের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীসহ আরও পাঁচজন সদস্য অংশ নিয়েছেন।

এদিন সন্ধ্যা ছয়টায় গণতন্ত্রী পার্টি ও সন্ধ্যা সাতটায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাষ্ট্রপতির সংলাপে অংশ নেয়।

গত ২০ ডিসেম্বর সংলাপ শুরুর প্রথম দিনই সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির নেতারা রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসেন। এ পর্যন্ত মোট ১৩টি রাজনৈতিক দল চলমান এ সংলাপে অংশ নিয়েছে।

আগামীকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় বাংলাদেশের সাম্যবাদী দল ও সন্ধ্যা সাতটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ; ৫ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় জাতীয় পার্টি (জেপি), সন্ধ্যা সাতটায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ; ৬ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় গণফ্রন্ট, সন্ধ্যা সাতটায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৩ জানুয়ারি

Back to top button