মধ্যপ্রাচ্য
সৌদি আরবে করোনার দৈনিক সংক্রমণ হাজার ছাড়িয়েছে
রিয়াদ, ০৩ জানুয়ারি – সৌদি আরবে করোনার দৈনিক সংক্রমণ এক হাজার ছাড়িয়েছে। গত বছরের আগস্টের পর দেশটিতে এই প্রথম দৈনিক সংক্রমণ হাজার ছাড়ালো। রোববার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার দেশটিতে এক হাজার ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে সংক্রমণে কারো মৃত্যু হয়নি।
এদিকে আঞ্চলিক প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতে দৈনিক সংক্রমণ আড়াই হাজার ছাড়িয়েছে। রোববার দেশটিতে নতুন করে দুই হাজার ৬০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া সংক্রমণে তিন জনের মৃত্যু হয়েছে। গত বছরের ২৯ ডিসেম্বর আমিরাতে দৈনিক সংক্রমণ দুই হাজার ছাড়ায়।
শনিবার আমিরাতের কর্তৃপক্ষ জানিয়েছে, টিকা না নেওয়া নাগরিকদের ১০ জানুয়ারি থেকে দেশে ফিরতে দেওয়া হবে না। এছাড়া যারা দুই ডোজ পেয়েছেন তাদেরকে বাধ্যতামূলকভাবে বুস্টার ডোজ নিতে হবে।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৩ জানুয়ারি