ক্রিকেট

সৌম্যর পর সাদমান

ওয়েলিংটন, ০২ জানুয়ারি – গ্রাউন্ড ফিল্ডিংয়ে বেশ কিছুদিন ধরেই দুর্দাশা বাংলাদেশের। টি-টোয়েন্টি বিশ্বকাপে দশ ক্যাচ মিসের দুঃস্মৃতি এখনও তরতাজা। বারবার ক্যাচ মিস করে গণমাধ্যমে নিজেদের সাফাইও দেন ক্রিকেটাররা।

প্রায়ই তাদের বলতে শোনা যায়, ‘ক্যাচ মিস খেলার অংশ।’ অথচ কেউ ভাবে না যে, ক্যাচ ধরাটাই দায়িত্ব! সাদমান নিশ্চয়ই এই জায়গায় ব্যতিক্রম। নয়তো নিউ জিল্যান্ডের বিপক্ষে এতোটা নিখুঁত কি করে হতে পারেন!

মাউন্ট মঙ্গানুইতে ফিল্ডার হিসেবে ৪ ক্যাচ নিলেন তিনি। বাংলাদেশের টেস্ট ইতিহাসে ফিল্ডার হিসেবে ৪টির বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড নেই। সাদমানের আগে সৌম্য ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে ফিল্ডার হিসেবে ৪ ক্যাচ নিয়েছিলেন।

প্রথম দিন রস টেলরের উইকেট নিয়ে ক্যাচ নেওয়া শুরু করেন সাদমান। আজ দিনের শুরুতেই তৃতীয় স্লিপে দারুণ ক্যাচ নেন। সামনে ঝাঁপিয়ে রাচীন রাবিন্দ্রার ক্যাচ নেন তিনি। এরপর তার শিকার কাইল জেমিনসন ও হেনরি নিকোলস। জেমিনসনের ক্যাচ নিয়েছেন লং অনে। নিকোলসের ক্যাচ ব্যাকওয়ার্ড পয়েন্টে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০২ জানুয়ারি

Back to top button