অস্ট্রেলিয়া

সবার আগে ২০২২ সালকে বরণ করে নিলো যে দেশ

ওয়েলিংটন, ৩১ ডিসেম্বর – সবার আগে ২০২২ সালকে বরণ করে নিলো নিউজিল্যান্ড। ভৌগোলিক কারণে ঘড়ির কাঁটা সবচেয়ে আগে ১২টা ছুঁয়েছে দেশটিতে।

আতশবাজির বর্ণিল রং আর উদ্দাম বাজনার তালে মেতে ওঠে অকল্যান্ডের স্কাই টাওয়ার। করোনা মহামারির কারণে এবারের আয়োজন ছিলো সীমিত। খবর টাইমস অব ইন্ডিয়া।

আতশবাজির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ডের অকল্যান্ডবাসী। নতুন বছরের শুরুতে অকল্যান্ডের রাতের আকাশ আলোকিত হয়ে উঠে আতশবাজির আলোকচ্ছটায়। নতুন বছরকে বরণ করে নিতে শহরের বিভিন্ন স্থাপনারও সেজে উঠেছে ঝলমলে আলোতে।

এ বছর ওমিক্রনের কারণে বিশ্বের বিভিন্ন দেশ সীমিত করেছে বর্ষবরণ অনুষ্ঠান। বর্ষবরণ উপলক্ষ্যে জনসমাবেশ নিষিদ্ধ করেছে অনেক দেশ। বাড়িতেই প্রিয়জনদের সঙ্গে বর্ষবরণের পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: সমকাল
এম ইউ/৩১ ডিসেম্বর ২০২১

Back to top button